হাসনাতের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৫ নিজস্ব প্রতিনিধি: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর ও জেলা শাখা। রবিবার (৪ মে) রাতে কুমিল্লার পুলিশ লাইন্স থেকে কান্দিরপাড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ মিছিলে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর আহবায়ক আবু রায়হান, জেলার আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন, জেলা কমিটির সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এছাড়া কুমিল্লা পূবালী চত্বরে বিক্ষোভ করে এনসিপি কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক টিমের তত্ত্বাবধায়ক ও এনসিপির কেন্দ্রীয়সহ মুখ্য সংগঠক সদস্য নাভিদ নওরোজ শাহ, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফসা জাহানসহ অন্যান্যরা। এ সময়ে এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বর থেকে কুমিল্লা জিলা স্কুল পর্যন্ত প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা বলেন, একজন হাসনাতকে হত্যা করা যাবে কিন্তু দেশের কোটি কোটি হাসনাতকে হত্যা করা যাবে না। হাসনাতরা এখন ঘরে ঘরে তৈরি হয়েছে। আজকে গাজীপুরে যারা হাসনাতকে হত্যার চেষ্টা করেছে তারা ফ্যাসিস্ট আওয়ামী দোসর। এর আগেও গাড়ি চাপা দিয়ে তাকে হত্যার চেষ্টা করেছে। কিন্তু সফল হয়নি। গাজীপুরে হামলাকারী কারা আমরা দেখেতে চাই, পুলিশ তাদের কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। হাসনাত আবদুল্লাহর ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান বক্তারা। SHARES প্রচ্ছদ বিষয়: