বিএনপির মহাসচিবের সাথে স্কুল অফ লিডারশীপ-এর প্রতিনিধিদলের বৈঠক দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫ স্টাফ রিপোর্টার: রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক থিংক ট্য্যংক স্কুল অব লিডারশিপ। গতকাল ২৭ এপ্রিল থেকে শুরু হলো এই সংলাপ। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নয়ন বাংগালির নেতৃত্বে গঠিত থিংক ট্যাংক টি রাজনৈতিক দলের সাথে বৈঠকের প্রথম ধাপে বিএনপির সাথে আজ কিছু প্রস্তাবনা পেশ করে -আগামী ৫ই মে জামায়াত ইসলামের সাথে বৈঠকের তারিখ নির্ধারিত হয়। যুুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা স্কুল অফ লিডারশিপের দশ সদস্যের একটি প্রতিনিধিদল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে আনুষ্ঠানিক আলোচনা করেন। রবিবার সকাল ১১ টায় বিএনপির গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন নির্বাচন সম্পর্কিত স্কুল অফ লিডারশীপের প্রাথমিক এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক উন্নয়ন সংস্থা স্কুল অফ লিডারশীপ বিশ্বজুড়ে নেতৃত্ব বিকাশের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। রাজনৈতিক, পেশাগত এবং শিক্ষাগত ক্ষেত্রে নেতৃত্বের মূল ধারণাকে পাল্টে দেওয়ার এক অদম্য চ্যালেঞ্চ নিয়ে কাজ করে যাচ্ছে। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন স্কুল অফ লিডারশীপের নির্বাহী পরিচালক গণমাধ্যম ব্যক্তিত্ব ড. জামিল আহমেদ, প্রধান কো-অর্ডিনেটর মেজর আবু বকর সিদ্দিকি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কান্ট্রি রিপ্রেজিন্টিভ ফয়েজ কাওসার, রাজনৈতিক গবেষক ড. মতিনুর রহমান, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শরিফুল করিম, প্রকৌশলী নাজমুল হোসেন, এ এস এম হুমায়ূন পাটোয়ারী, ইউথ ফোরামের সভাপতি আইনজীবী আমিনুল ইসলাম, সাইফ কাজল, কুমিল্লা সমন্বয়ক চিকিৎসক শিপলু, বিশ্ববিদ্যালয় সমন্বয়ক প্রফেসর মিজানুর রহমান, সংবিধান বিশেষজ্ঞ ব্যরিষ্টার মঈন ফিরোজী, চট্টগ্রাম সমন্বয়ক ডাঃ নোবেল, মিডিয়া সেলের প্রধান আকতার হোসেন সাদ্দাম, মিডিয়া সেল সমন্বয়ক সাইফুল ইসলাম প্রমূখ । ৩রা মে এবি পার্টির বৈঠকে নেতৃত্ব দিবেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ড.শরিফুল করিম SHARES প্রচ্ছদ বিষয়: