কুমিল্লা তিতাস মেডিকেল সেন্টারে পরিচালকের বিরুদ্ধে শেয়ার ও আর্থিক অনিয়মের দাবি

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার তিতাস মেডিকেল সেন্টারের NICU বিভাগের এক পরিচালক বিজয় চন্দ্র সূত্র ধর প্রতিষ্ঠানের এমডি ডা. লিটন মিয়া, জিএম আবদুল আওয়াল ও অন্যান্য পরিচালকদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, তাঁকে শেয়ারের দলিল ও প্রাপ্য লভ্যাংশ থেকে বঞ্চিত করা হচ্ছে।

বিজয় চন্দ্র সূত্র ধর জেলা প্রশাসক, সিভিল সার্জন, কোতয়ালী মডেল থানার ওসি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে পৃথক অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁর শেয়ারের টাকা (৫ লক্ষ টাকা) এবং দুই বছরের লভ্যাংশ দেওয়া থেকে বিরত রয়েছেন। এ নিয়ে বারবার আলোচনা করলেও তারা কোনো ইতিবাচক সাড়া দেয়নি।

বিজয় চন্দ্র সূত্র ধর বলেন, “আমি একজন নিরীহ মানুষ, শুধু ন্যায্য পাওনা চেয়েছি। কিন্তু আমাকে অপমান ও হয়রানির শিকার হতে হচ্ছে। সরকারি হস্তক্ষেপ চাই যাতে আমার টাকা ফেরত পাই এবং এই অনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়।

এ বিষয়ে তিতাস মেডিকেল সেন্টারের এমডি ডা. লিটন মিয়া ও জিএম আবদুল আওয়ালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনিক সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় ভোক্তারা বলছেন, স্বাস্থ্যখাতে এমন অভিযোগ নতুন নয়, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন