বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতা কায়কোবাদ দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫ সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে দেখতে যান বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ৫ বারের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সোমবার (২০ জানুয়ারী) সাবেক মন্ত্রী কায়কোবাদ পবিত্র জমজমের পানি, খেজুর ও ফল নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আহত ছাত্র জনতাকে দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন হাসপাতাল এবং জাতীয় চক্ষু হাসপাতালে যান এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। সাবেক এ মন্ত্রীকে পেয়ে চিকিৎসারত আহতরা নিজেদের মনের আক্ষেপ জানান। তাদের পাশে বসে মাথায় হাত বুলিয়ে যথার্থ চিকিৎসা ও মর্যাদার আশ্বাস দেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এসময় কায়কোবাদ বলেন, প্রতিদিন একজন করে উপদেষ্টা অফিসে যাওয়ার আগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে হাসপাতালে যাওয়া উচিত। এতে করে আহতরা উৎসাহ, সাহস পাবে এবং হাসপাতালের ডাক্তার ও চিকিৎসা সংশ্লিষ্টরাও যথার্থ চিকিৎসা দিতে বাধ্য থাকবে বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, এখানে এসে আমি বাকরুদ্ধ। কি নির্মমভাবে নির্যাতন করে তরুন ছেলেদের পঙ্গু করে দিয়েছে জালিম স্বৈরশাসক শেখ হাসিনার সরকার। এখনো আহতরা পরিপূর্ণ চিকিৎসা পাচ্ছে না। তাদের অবিলম্বে যথার্থ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। উল্লেখ্য যে, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মুরাদনগরের ৭ পরিবারকে প্রথম পর্বে ৫০ হাজার করে এবং ২য় পর্বে ১০ হাজার এবং ৩ টি পরিবারকে নতুন ঘর নির্মান করে দেন সাবেক মন্ত্রী ও ৫ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এছাড়াও মুরাদনগরে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা খরচ এবং ঢাকা এনে চিকিৎসা সেবা দেন তিনি। SHARES প্রচ্ছদ বিষয়: