আবারো কুমিল্লায় সংখ্যালঘু আহমেদীয়া বাড়িতে হামলা দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫ স্টাফ রিপোর্টার: গতকাল রবিবার ৫ই জানুয়ারি ২০২৫ দুপুর ৩টার দিকে কুমিল্লার কোতোয়ালি থানার বলেশ্বর গ্রামে আহমেদীয়া সংখ্যালঘু সম্প্রদায়ের এক বাড়িতে হামলার খবর পাওয়া গেছে। হামলার খবর পেয়ে আমাদের দৈনিক ভোরের কলামের প্রতিনিধি মো: আহসান উল্লাহ ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন একদল মুখোশধারী দুর্বৃত্ত আনুমানিক দুপুর ৩টার দিকে মোঃ সাব্বির আহমেদ(৩০) নামে একজন আহমেদীয়ার মতাদর্শের বাড়িতে অতর্কিত হামলা চালায়। পরে এলাকার চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের সাথে কথা বলে জানা যায় যে মো: সাব্বির আহাম্মেদ তার নিজস্ব ফেসবুক পেইজ থেকে সুন্নি মুসলিমদের কে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য পোষ্ট করার কারনে সুন্নি মতাদর্শীরা ক্ষুব্ধ হয়ে আবারো তার বাড়িতে হামলা চালায় বলে জানা যায়। এলাকাবাসীদের সাথে কথা বলে আরো জানা যায় যে গত ৭ই আগস্ট সাব্বির আহমেদের বাড়িতে একই দল অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। হামলার খবর শুনে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসা হবে SHARES প্রচ্ছদ বিষয়: