মনোহরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালন

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 32;

মো হাছান মনোহরগঞ্জ (কুমিল্লা) :
নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার( ২ জানুয়ারি) সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালন করা হয়েছে।
সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন, ও কল্যাণ রাষ্ট্রগঠনে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা অফিস তাহমিনা আক্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলি মো: শাহ আলম, জনস্বাস্থ্য অফিসার ফেরদৌস আলম মজুমদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম পাঠান,শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোহতাসিম বিল্লাহ,উপজেলা সহকারী সমাজসেবা অফিসার রাশেদ মিয়াজি, এস আই কালম প্রমূখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়েছে।