সেনাবাহিনীর অভিযানে মনোহরগঞ্জে ২ মাদক সম্রাট গ্রেফতার

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

মো হাছান, মনোহরগঞ্জ (কুমিল্লা) :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা হাসনাবাদ ইউনিয়ন জিনাবাগ গ্রামের অহিদ মোল্লার দোকানের সামনে পাকা রাস্তা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে সোমবার (৩০ ডিসেম্বর ) রাতে ২ মাদক সম্রাটকে ৮৯৫ পিছ ইয়াবা ও নগদ ১০ হাজার ৪শ টাকাসহ গ্রেফতার করা হয়েছে ।

গ্রেফতারকৃতরা হলেন, মনোহরগঞ্জ উপজেলা হাসনাবাদ ইউনিয়ন বাদুয়ারা গ্রাম মিজি বাড়ি মো শহিদ উল্লাহ ছেলে মো শাওন( ২৪),এবং চাটখিল উপজেলা সাতরাপাড়া গ্রাম মোকারম বাড়ীর মো ইকবাল হোসের ছেলে আতাউর রহমান রুবেল( ৪৮)।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়,মো শাওন ও আতাউর রহমান রুবেল এরা দুজন দীর্ঘদিন থেকে গাঁজা, পেনসিডিল, ইয়াবা ব্যবসাসহ সমাজের বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলো। গতকাল রাতে এলাকাবাসির সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে, ইয়াবা ও নগদ অর্থসহ রাস্তা থেকে দুজনে কে আটক করেন সেনাবাহিনী।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো ইউসুফ , মনোহরগঞ্জ থানার এস আই মো সিরাজ, পুলিশ সদস্য মো তারেক প্রমূখ।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান, এদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানা একটি মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।