জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ইনসাফের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে-আব্দুল হালিম

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন,জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলি ইনসাফের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতো হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষে কাজ করে যাচ্চে।জামায়াতে ইসলামী সরকার গঠন করলে ইসলামী শ্রমনীতি চালু হবে। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। তাই শ্রমিক আন্দোলনের নতুন ধারা সৃষ্টি করতে ইসলামী শ্রমনীতির সংগ্রাম জোরদার করতে হবে।

তিনি গতকাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশ কুমিল্লায় দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
শুক্রবার সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী নজির আহম্মেদ এর সভাপতিত্বে কুমিল্লা দক্ষিন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি খাইরুল ইসলামের পরিচালানায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশ কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মু.আতিকুর রহমান,জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা আমীর আব্দুল মতিন,দক্ষিন জেলা সেক্রেটারী ড.সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম,শ্রমিক নেতা মোজাম্মেল হক ভুইয়াঁ,কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান,উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহিদ,শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ।