শাহরাস্তিতে ইয়াবা ও গাঁজা সহ ২ মাদক কারবারিকে জেল হাজতে প্রেরণ দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪ মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া: শাহরাস্তিতে ইয়াবা ও গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। থানা পুলিশ জানায়, গত ২৪ নভেম্বর ৮: ৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন টামটা উত্তর ০৬নং ওয়ার্ডস্থ হোসেনপুর মাজার গেইট স’মিল সংলগ্ন ধৃত আসামী জুয়েল এর টং দোকানের সামনে রাস্তার উপর হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় ধৃত আসামী মোঃ জুয়েল মিয়া (৪০) এর হেফাজত হতে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ জুয়েল মিয়া (৪০), পিতা-ওয়াকিল উদ্দিন, মাতা-ফাতেমা বেগম, সাং-হোসেনপুর (হাজী বাড়ী), ০৬ নং ওয়ার্ড, টামটা উত্তর ইউনিয়ন, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর। একই দিন ১১: ২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন ০৯নং টামটা উত্তর ইউপি ০৬নং ওয়ার্ড হোসেনপুর সাকিনের হোসেনপুর বাস স্ট্যান্ডের উত্তর পাশে টয়লেটের সামনে হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় ধৃত আসামী বিল্লাল হোসেন (৩৫) এর হেফাজত হতে ২৫ (পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ বিল্লাল হোসেন (৩৫), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-মিলন বেগম, সাং-হোসেনপুর (কামার বাড়ী), ০৬ নং ওয়ার্ড, টামটা উত্তর ইউনিয়ন, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উল্লেখিত ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর অন্তরালে প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করিয়া যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়া যাইতেছে। গ্রেফতারকৃত আসামী বিল্লাল হোসেন ও জুয়েল জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রাখাকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী জুয়েল এর বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার মামলা নং-১৬, তারিখ-২৫/১১/২০২৪ইং, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক) রুজু করা হয় এবং গ্রেফতারকৃত আসামী বিল্লাল হোসেন এর বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার মামলা নং-১৭, তারিখ-২৫/১১/২০২৪ইং, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) রুজু করা হয়। চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, মোহাম্মদ আবুল বাসার এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/মোহাম্মদ আল আমিন ভূঁইয়া, এসআই (নিঃ)/ মিঠুন দাস, এএসআই (নিঃ)/ মোঃ মনিরুল হক সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন। ক্যাপশন: শাহরাস্তি থানায় ইয়াবা ও গাঁজা সহ আটক মাদক কারবারি জুয়েল মিয়া(৪০) ও বিল্লাল হোসেন (৩৫)। SHARES প্রচ্ছদ বিষয়: