মুরাদনগরে মধ্যরাতে অভিযানে ২ লক্ষ টাকা জরিমান দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪ সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার মুরাদনগরে মধ্যরাতে অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা ও ৪ টি এক্সক্যাভেটর অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত ১.৩০ টায় উপজেলার গুঞ্জর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান। এসময় কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ২ টি মামলায় মোট দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ৪ টি এক্সক্যাভেটর অপসারণ করেন। অভিযানে প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন মুরাদনগর থানা পুলিশ। জানা যায়, উপজেলায় মাটিখেকো অসাধু ব্যবসায়ীদের হাত থেকে তিন ফসলি কৃষিজমি রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে মুরাদনগর উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান বলেন, কৃষিজমি রক্ষার্থে, দেশ ও দশের স্বার্থে অবৈধ ড্রেজার ও মাটিখেকোদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। SHARES প্রচ্ছদ বিষয়: