ফুলে ফুলে সিক্ত হলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব আনোয়ার উল্ল্যাহ

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

মোঃ হাছান মনোহরগঞ্জ (কুমিল্লা):
কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিব সার্ভিস এ্যাসোসিয়েশন এর সভপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ এফসিএমএ কে সংবর্ধনা দেয়া হয়েছে। তার নিজ গ্রাম উপজেলার বড় কেশতলায় আগমন উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করে এলাকাবাসী। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শনিবার বিকালে উপজেলার বড় কেশতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. সৈয়দ আহম্মদ মোল্লা। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম, মামটেক্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোবারক উল্লাহ মজুমদার, বাংলাদেশ নাগরিক অধিকার ফোরাম এর সভাপতি শাহনাজ আক্তার রানু। স্বাগত বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবদুল হাই। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ কে এম সামছুদ্দোহা পাটোয়ারি। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) নাসরিন,
মনোহরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো আনোয়ার হোসেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ০৪ মনোহরগঞ্জ জোনাল অফিসের (এজিএম) এ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানাজার শাহেদুজ্জামান চৌধুরী, উপজেলা প্রকৌশলি মো শাহ আলম, শাহশরীফ রিসোর্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন সৈকত, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মো. আব্দুল মতিন, বড় কেশতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাস, বড় কেশতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ উল্ল্যা মজুমদার প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।