মনোহরগঞ্জে মাদক সম্রাট ইয়াবা গাঁজাসহ গ্রেফতার

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২৪

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বাইশগাঁও ইউনিয়ন বাইশগাঁও গ্রামের জমাদ্দার বাড়ির রফিক মিয়ার ছেলে মো জহিরুল ইসলাম কে ৩০ পিছ ইয়াবা, ও ১কেজি গাঁজাসহ বুধবার(৩০ অক্টোবর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন মনোহরগঞ্জ থানার এসআই মো আবুল কালাম ।

পুলিশ সূত্রে জানা যায়,জহিরুল ইসলাম দীর্ঘদিন থেকে গাঁজা, পেনসিডিল, ইয়াবা ব্যবসাসহ সমাজের বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলো। মাদক ব্যবসায়ি জহিরুল ইসলাম বিভিন্ন সময়ে মাদকদ্রব্য সহ গ্রেফতার করছে পুলিশ গতকাল রাতে এলাকাবাসির সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা, ইয়াবাসহ জহিরুল ইসলাম বসতঘর থেকে আটক করেন থানা পুলিশ।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান, জহিরুল ইসলাম এর বিরুদ্ধে মাদকদ্রব্যের আইনে মনোহরগঞ্জ থানায় ১০টি মামলা রয়েছে।আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আরো একটি মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।