কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪ আয়েশা আক্তার: কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক আমিরুল কায়সার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বরুড়া, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) এবং জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির আহ্বায়ক মাহফুজা মতিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজমূল হাসানসহ প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন দিক তুলে ধরেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম। পরে নগরীর সকল বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, কোল্ডস্টোরেজ এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। SHARES প্রচ্ছদ বিষয়: