পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে চান্দিনা পৌর জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1,”effects”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

আকিবুল ইসলাম হারেছ:
ঐতিহাসিক ২৮শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌর শাখা। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে ওই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় পৌর জামায়াতের আমীর অধ্যাপক একেএম আনোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের কর্ম পরিষদ সদস্য মাও: মিজানুর রহমান আতেকি।

পৌর জামায়াতের সেক্রেটারি মাও: আবুল হাসেম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ,পৌর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ইয়াহিয়া রায়হান, অফিস সম্পাদক খায়রুল বাশার, শূরা ও কর্ম পরিষদ সদস্য মাজহারুল ইসলাম আতেকি, কর্ম পরিষদ সদস্য হাবিবুল্লাহ বাহার, ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি শাকিল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মাও: মিজানুর রহমান আতেকী বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় কলঙ্কজনক কালো অধ্যায় এবং আওয়ামী জঙ্গিপনা ও অপরাজনীতির হিংস্রতার দলিল। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে গোটা দেশে এক নৈরাজ্যকর পরিস্থির সৃষ্টি হয়েছিল। বিনা উসকানিতে জামায়াতের সমাবেশে হামলা চালিয়েছিল।হত্যা করে রক্তাক্ত মৃতদেহ নিয়ে টানাহেঁচড়া এবং মৃতদেহের ওপর নৃৃত্য করে মানবজাতির ইতিহাসকে কলংকিত করেছিল।

সভাপতির বক্তব্যে অধ্যাপক একেএম আনোয়ার হোসাইন ২৮শে অক্টোবরের স্মৃতিচারণ করেন। তিনি এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে জামায়াতে ইসলামী কর্মীদেরকে আগামী দিনে আরও দৃঢ়তার সাথে দ্বীন বিজয়ের কাজে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।