মুরাদনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগে বিভিন্ন স্থান থেকে ৩টি অবৈধ ড্রেজার মেশিন ও ২ হাজার ফুট পাইপ অপসারণ করেছে ভ্রাম্যমান আদালন। এ সময় নুরুল ইসলাম নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের কারাদন্ড দেয়া হয়। সোমবার (২২ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন এর নির্দেশনায় উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা ও কাজিয়াতল গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। এ সময় মুরাদনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলায় মাটিখেকো ড্রেজার ব্যবসায়ীদের হাত থেকে কৃষিজমি রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে মুরাদনগর উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।