কুমিল্লার রানীর বাজারে বিশেষ টাস্কফোর্স অভিযান, আর্থিক জরিমানা দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪ আয়েশা আক্তার: সোমবার (২১ অক্টোবর) কুমিল্লা নগরীর রানীর বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে সম্প্রতি গঠিত জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম, জেলা খাদ্য বিভাগের পরিদর্শক সাইফুল ইসলাম সোহাগ, ক্যাবের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কমিটির সদস্যরা বাজারের চাল, সবজি, ডিম, মাছ. মাংসসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্য পর্যবেক্ষণ করেন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। ব্যবসায়ীদের ক্রয়কৃত পণ্যের পাকা ভাউচার সংরক্ষণ করতে বলেন। অভিযানে অনিয়ম ধরা পড়ায় ৫ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদের সতর্ক করা হয়। সচেতনতা বৃদ্ধির জন্য ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি টিম এবং স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে। SHARES প্রচ্ছদ বিষয়: