কুমিল্লায় র‌্যাবের অভিযানে থেকে দুই মাদক কারবারিকে আটক:সিএনজি জব্দ!

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“adjust”:1,”transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

আক্কাস আল মাহমুদ হৃদয়:
কুমিল্লার বুড়িচংয়ে র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর ২০২৪) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন কাপ্তানবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার খারেরা পূর্ব পাড়া এলাকার মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে সোলেমান আহমেদ (২০) এবং একই এলাকার শরিফুল ইসলামের ছেলে আবু সায়েম (২১)।
কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানায়, কিছু দিন আগে আটককৃত আসামি আবু সায়েম এর পিতা শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত সিএনজি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।