কু‌মিল্লায় বিএন‌পির অঙ্গসংগঠ‌নের যৌথসভায় নেতাকর্মী‌দের ঢল

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪

আয়েশা আক্তার:
কু‌মিল্লায় বিএন‌পির অঙ্গসহ‌যো‌গি সংগঠ‌নের সাম‌্য ও মান‌বিক সমাজ বি‌নির্মা‌ণে দিক নি‌র্দেশনা মূলক যৌথসভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার (১৪অক্টোবর) সকা‌লে জেলা শিল্পকলা একা‌ডেমী‌তে মহানগর যুবদল,স্বেচ্ছা‌সেবকদল ও ছাত্রদল নেতাকর্মী‌দের যৌথসভায় বক্তব‌্য রা‌খেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম ফল,
যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল , জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর সভাপতি‌ত্বে অনু‌ষ্ঠিত যৌথসভায় অন‌্যন‌্যদের ম‌ধ্যে বক্তব্য রাখেন কু‌মিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়শালুর রহমান পাভেল ,মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির হোসেন পারভেজ,মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু।

‌যৌথসভা সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান ,মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব ,মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিক সেলিম রুবেল। যৌথসভায় মহানগর যুবদল,স্বেচ্ছা‌সেবকদল ও ছাত্রদ‌লের নেতাকর্মী‌দের ব‌্যাপক উপ‌স্থি‌তি‌তে অনুষ্ঠান স্থলসহ আশেপা‌শের সড়কগু‌লো‌তে ছি‌লো উপ‌চে পড়া ভীড় লক্ষলীয়।