শাহরাস্তিতে পূজামন্ডপ পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪ শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া: শাহরাস্তিতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ।বৃহস্পতিবার রাতে মেহার কালীবাড়ি হরিসভায় স্থাপিত দুর্গা উৎসবের পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। ওই সময় চাঁদপুর পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বক্তব্য প্রদান করেন। তিনি বক্তব্যে বলেন, দুষ্ট লোক সকল ধর্মে রয়েছে। আপনারা ঐ সকল দুষ্ট লোকের উর্ধ্বে উঠে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপন করবেন। বর্তমানে দেশে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে তাদেরকে কঠিন হস্তে দমন করা হবে। পরিশেষে তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন, পি এস সি (অধিনায়ক,২১ বীর), চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম বার),শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল ) রেজওয়ান সাঈদ জিকু,শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী , শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন , চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক তমাল চন্দ্র ঘোষ, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ , শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন। SHARES প্রচ্ছদ বিষয়: