জৈন্তাপুরে মোবাইল কোর্টের অভিযানে বাজার মনিটরিং জরিমানা আদায় দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪ এম এম রুহেল: জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারে কাঁচাপন্য ও ভোগ্যপন্যের দোকানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের পাশাপাশি সিলেট জেলা কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তারা মনিটরিং এ অংশগ্রহণ করেন। সোমবার ( ৭ই অক্টোবর) দুপুর ১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি মিজ ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে এই মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। শুরুতে জৈন্তাপুর উপজেলা সদরের দৈনন্দিন কাঁচাপন্যের বাজার ও ভোগ্যপন্যের দোকান মনিটরিং করা হয়। এ সময় কাঁচাপণ্যের দোকান গুলোতে মূল্য তালিকা না থাকা ও ক্রয়মূল্যের সঠিক রিসিট প্রদর্শন করতে না পারায় কয়েকটি দোকান মালিককে কৃষি বিপনন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় জরিমানা আদায় করা হয়। পরে জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪ নং বাংলা বাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বেশ কয়েকটি ভোগ্যপন্যের দোকানে মেয়াদোত্তীর্ণ পন্য প্রদর্শন,পলিথিন রাখা ও নোংরা পরিবেশের কারণে বিভিন্ন অংকে জরিমানা আদায় করে প্রশাসন। এ সময় বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দদের আগামী এক সপ্তাহের ভিতর প্রতিটি কাঁচাপন্য, মাছের দোকান সহ নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান গুলোতে মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়মূল্যের রিসিট সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়। এ সময় বাজার মনিটরিং কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষি বিপনন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হুমায়ন কবির, কৃষি বিপনন কর্মকর্তা মো সাইদুর রহমান, জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, জৈন্তাপুর ভূমি অফিসের কম্পিউটার অপারেটর মো ইকরামুল করিম সহ জৈন্তাপুর মডেল থানার পুলিশ ফোর্স সহ অন্যান্যরা মনিটরিং এ অংশ নেন। SHARES প্রচ্ছদ বিষয়: