আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছি- মির্জা ফখরুল দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪ নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। আজ শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন সরকারের এক নম্বর প্রায়োরিটি। বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘মাস, দিনকাল নিয়ে আমরা কথা বলিনি। ওনারা বলেছেন, নির্বাচন অনুষ্ঠান তাঁদের ১ নম্বর প্রায়োরিটি। তাঁরা সবকিছু দেখছেন। আমাদের দাবিগুলো জনগণের, আমাদের দাবিগুলো তাঁদেরও দাবি। মির্জা ফখরুল বলেন, ‘মনোরম পরিবেশে আলোচনা হয়েছে। আমরা নির্বাচন সম্পর্কিত বিষয় আলোচনা করেছি। নির্বাচন ও নির্বাচনব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা করেছি। আমাদের মতামত দিয়ে এসেছি। আমরা বলেছি নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। নির্বাচন কবে হবে সেই রোডম্যাপ দিতে বলেছি। এর আগে আজ শনিবার আড়াইটার কিছু আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপি নেতারা। বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকার গঠনের পর এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে দুই দফায় বৈঠক করেছে বিএনপি। এ নিয়ে তৃতীয় দফায় সরকারের সঙ্গে সংলাপে বসে দলটি। ওই দুই বৈঠকে নির্বাচন, সংস্কারসহ নানা বিষয়ে মতবিনিময় করেছে দলটি। SHARES জাতীয় বিষয়: