জামিনে মুক্তি পেয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪ গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছার পর তা যাচাই-বাছাই করে মাহমুদুর রহমানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কারাফটকে মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান হাজারো জনতা। সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও ছিলেন। SHARES জাতীয় বিষয়: