হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪ জাফর আহমেদ: লাকসামে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে ২৯ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে কুমিল্লা জেলা (জোন-২) এর আওতায় লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, লালমাই, বরুড়াসহ ৬টি উপজেলার ৬০টি প্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। ২৯ নভেম্বর দিনব্যাপী পৌরশহরের দক্ষিণ বাইপাস জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে নাছির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলার ৬টি উপজেলার ৬০টি প্রতিষ্ঠান থেকে আসা ১৮০ জন প্রতিযোগীর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৩৫ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসার ৫জন হাফেজকে পাগড়ি প্রদান করা হয়। প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ হাফেজ আবদুল হক। হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইয়াকুবের সভাপতিত্বে ও জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাছির উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মো: গোলাম ফারুক, লাকসাম উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ, লাকসাম কওমি মাদরাসা সংগঠনের সভাপতি মাওলানা মো: আবুল খায়ের, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইন্জিনিয়ার মঈনুল হক মজুমদার মিঠু, লাকসাম প্রেসক্লাবের সিনিয়ার সহসভাপতি মো: নুর উদ্দিন জালাল আজাদ, কোষাধ্যক্ষ মো:শহিদুল ইসলাম শাহীন প্রমুখ। SHARES প্রচ্ছদ বিষয়: