সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, নগদ অর্থ এবং ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া:
চলমান বন্যা পরবর্তী পূণর্বাসন কর্মসূচির অধীনে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় ১৩ নভেম্বর বুধবার চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক কয়েকটি বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে কিছু সংখ্যক ঢেউটিন ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ এবং ত্রাণ বিতরণ করা হয়।উক্ত গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ এবং ত্রাণ বিতরণ কার্যক্রমের প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন, পি এস সি (অধিনায়ক,২১ বীর)। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, ইয়াসির আরাফাত, শাহরাস্তি,সিনিয়র ওয়ারেন্ট অফিসার শরিফুল ইসলাম সহ আরো অনেকে।শাহরাস্তি ও আশেপাশের এলাকায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই এলাকায় জানমাল, বাড়িঘর এবং গবাদি পশু পালনে বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়।বিগত ২৪ আগষ্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে এসকল এলাকায় বিপুল পরিমাণে ত্রাণ বিতরন অভিযান পরিচালনা করে আসছে। চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে এই গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ এবং ত্রাণ বিতরণ কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে।