সিলেটে ৭৩ লক্ষ টাকার চোরাই পন্য জব্দ করেছে ৪৮ বিজিবি দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪ জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে প্রায় ৭৩ লক্ষ টাকার ভারতীয় চোরাই পন্য ও বাংলাদেশী রসুন আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯শে অক্টোবর) ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত দুইদিনে ৪৮ বিজিবির অন্তর্ভুক্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার মিনাটিলা বিওপি, তামাবিল বিওপি,বাংলাবাজার বিওপি,কালাইরাগ বিওপির সদস্যরা পৃথক পৃথক অভিযানে অংশ নেয়। এ সময় বিভিন্ন অভিযান পরিচালিত করে ২১০ বোতল অলিভ ওয়েল,১০৮২ পিস সাবান, ১৬২ পিস মেহেদী, ৯৬ বোতল ফেনসিডিল, ৩৩৭ বোতল বিদেশি মদ আটক করা হয়। এ সময় বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৭৬৮৮ কেজি রসুন আটক করে বিজিবি। এর পাশাপাশি অবৈধভাবে পন্য বহনকাজে ব্যাবহারিত একটি শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি ও অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহারিত ১১টি নৌকা আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত পন্য সমুহের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৩ লক্ষ টাকা সমপরিমাণ। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালিত করে মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। SHARES প্রচ্ছদ বিষয়: