সাইফুল ইসলাম:
কুমিল্লার নাঙ্গলকোটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে উপজেলা পরিষদের সামনে সহকারী শিক্ষকবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বেল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আব্দুস সাত্তার মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার,আরমান হাছীব,বেলাল আহমেদ,শাহাদাৎ হোসেন,অলি আহমেদ, ইকবাল মজুমদার, নূর মোঃ সাইফুল্লাহ,জাকির হোসেন,ফৈজিয়া ইসলাম,শরিফুল আলম,সফিউল ইসলাম, মোজ্জাম্মেল হোসেন, একে এম পারভেজ,নয়ন দেবনাথ প্রমুখ।
মানববন্ধন শেষে সহকারী শিক্ষকবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী'র নিকট স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা আমাদের অধিকার, তেমনি ১০ম গ্রেড সহকারী শিক্ষকদের অধিকার।সেই দাবি সহকারী শিক্ষকদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ এখনো তৃতীয় শ্রেণীর কর্মচারী। এটা অত্যন্ত দুঃখজনক, আমরা কথায় কথায় বলি মানসম্মত প্রাথমিক শিক্ষা কিন্তু যেখানে শিক্ষকের পেটে ভাত নেই, সেখানে কিভাবে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন হবে। যারা অতীতে শিক্ষকদের কথা রাখে নাই, তাদেরকে নিন্দা জানাই। বর্তমান যে অন্তবর্তী কালীন সরকার রয়েছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দ মানবেতর জীবন যাপন করছে, তাই আমাদের প্রানের দাবি ১০ম গ্রেড ইনশাআল্লাহ অচিরেই মেনে নিবেন। এছাড়াও বর্তমান বেতন গ্রেড ১৩ তম থেকে ১০ম গ্রেডে উন্নীতের দাবির পক্ষে বিভিন্ন যৌক্তকতা তুলে ধরেন বক্তারা।