শোডাউনের ছাত্র রাজনীতি আর কখনো হবে না: ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

হবিগঞ্জ প্রতিনিধি:
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, কেউ কমিটি নিয়ে শোডাউন দেবে, সেটি আর হবে না। কোনো ক্যাম্পাসে শোডাউনের রাজনীতি আর কখনো হবে না। নেতাকর্মীদের শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দিয়ে বুঝাতে হবে। ভালো কাজ করতে হবে। যেন ছাত্রদলের কর্মকাণ্ডে তারা উদ্বুদ্ধ হয়। উৎসাহ পায়। সামাজিক কর্মকাণ্ড বেশি বেশি করতে হবে। গাছ লাগাতে হবে। রক্তদান কর্মসূচি করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদল নেতাকর্মী এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জিললুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন- সহ-সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব প্রমুখ।