শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া:
শাহরাস্তির চিতোষী সাব-রেজিষ্টার কার্যালয়ের অফিস সহকারী মো:মনির হোসেনকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৪ নভেম্বর সোমবার দুপুর আড়াইটায় উপজেলা সাব-রেজিষ্টার কর্মকর্তার কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদায়ী অতিথিকে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করেন উপজেলারচিতোষী সাব-রেজিস্টার কার্যালয়ের সাব-রেজিষ্টার ফরিদা আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন চিতোষী সাব-রেজিস্টার কার্যালয়ের দলিল লিখক সমিতির সভাপতি মো: হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক ইয়াছিন হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, দলিল লিখক মো:শফিকুর রহমান, মো: মাঈনুদ্দিন, চিতোষী সাব-রেজিষ্টার কার্যালয়ের টিসি মোহরার মো: মনিরুল ইসলাম, মোহরার তাহমিনা আক্তার, মোহরার তপি রাণী ঘোষ,অফিস সহায়ক মো: ইব্রাহিম মিয়া প্রমুখ। সভায় চিতোষী সাব-রেজিষ্টার ফরিদা আক্তার বলেন, অবসরকালীন সময়টুকু মনির সাহেব যেন সুস্থ ও সুন্দর আনন্দঘন পরিবেশে অতিবাহিত করতে পারেন মহান রাব্বুল আলামীনের নিকট সেই ফরিয়াদ করছি। আমরা তার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি। সভায় বিদায়ী অতিথিকে চিতোষী সাব-রেজিষ্টার কার্যালয় ও দলিল লিখক সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
ক্যাপশন: শাহরাস্তির চিতোষী সাব-রেজিষ্টার কার্যালয়ের অফিস সহকারী মনির হোসেনের অবসরজনিত বিদায়ী সন্মাননা ক্রেষ্ট প্রদান করছেন সাব-রেজিষ্টার ফরিদা আক্তার।