লালমাইয়ে হজ্ব ও ওমরাহ্ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৪

মোহাম্মদ আনোয়ার হোসেন:
লালমাই উপজেলার বাগমারা পূর্ব বাজার মমিন টাওয়ারে অবস্থিত আল হারামাইন হজ্ব এবং ওমরা সার্ভিস এর আয়োজনে ৯অক্টোবর (বুধবার) বেলা ১১টায় সার্ভিস সেন্টার এর অফিসে আগামীতে হজ্ব এবং ওমরাহ্ যাওয়ার ব‍্যাক্তিবর্গদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দিয়াফা ইন্টারন‍্যাশনাল এর সত্বাধিকারী মোঃ আবদুল জলিল এবং আল হারামাইন হজ্ব এবং ওমরাহ্ সার্ভিস এর পরিচালক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। এসময়ে আগামীতে যারা হজ্বে এবং ওমরাহ্ যাবেন তারা এ প্রশিক্ষণ পেয়ে খুব উপকার হবে বলে জানান প্রশিক্ষনার্থীরা।