লালমাইয়ে সালিশি বৈঠকের মধ্যে সন্ত্রা’সী হাম’লায় আহত-২ দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪ ডেস্ক নিউজ: কুমিল্লার লালমাই থানার বড়তুলা আনন্দ বাজার এলাকায় সালিশি বৈঠকের মধ্যে সন্ত্রা’সীদের হামলায় ইকবাল হোসেন ও তার ভগ্নিপতি সোলেমান আহত হওয়ার খবর পাওয়া গেছে। লালমাই থানার অভিযোগ সূত্রে জানা যায় চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ ইকবাল হোসেন শামীম (৩৩) ও তার ভগ্নিপতি সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মৃত-সফিকুর রহমানের ছেলে সোলেমান (৩৫) সালিশি বৈঠকে যাওয়ার সময় লালমাই থানাধীন বড়তুলা আনন্দ বাজারস্থ আবদুল জলিলের দোকানের সামনে সাবেক চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিদের সামনে সালিশি বৈঠকে তাদের উপর দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিতভাবে হামলা চালায়। হামলায় অংশ গ্রহণ করে ১। মোঃ দেলোয়ার (মেম্বার) (৪৮) পিতাঃ আব্দুস সোবহান, ২। রুহুল আমিন (৫০) পিতাঃ মৃত রব্বান আলী, সাং- চন্দ্রপুর (নারানিয়া) ৩। মীর হোসেন (৪৮), পিতাঃ মোহন মিয়া, ৪। জামাল (৪৫) পিতাঃ আব্দুস সোবহান, ৫। হারুন মিয়া (৬০) পিতাঃ আব্দুল মালেক, সাং- লক্ষীপুর, ৬। আঃ জলিল (৩২) পিতাঃ হারুন মিয়া, সাং- লক্ষীপুর, ৭। মোহন (৫৫) পিতাঃ রঞ্জু মিয়া, সাং- চন্দ্রপুর, (নারানিয়া) ৮। কামাল (৩৫) পিতাঃ দেলোয়ার, সাং- চন্দ্রপুর (নারানিয়া) ৯। ফারুক (২৫) পিতাঃ রহুল আমিন ১০। শাহিন (৪৫) পিতাঃ অজ্ঞাত, সাং- চন্দ্রপুর (নারানিয়া) ১১। ফয়েজ (৪০) পিতাঃ জুলফু আলী, সাং- লক্ষীপুর, থানাঃ চৌদ্দগ্রাম, জেলাঃ কুমিল্লাগণসহ আরো অজ্ঞাতনামা ২০/২৫ জন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় আহত মোঃ ইকবাল হোসেন শামীম (৩৩) বাদী হয়ে লালমাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। SHARES প্রচ্ছদ বিষয়: