লাকসামে মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের শুভ উদ্বোধন দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪ স্টাফ রিপোর্টার: ঝমকালো আয়োজনের মধ্যদিয়ে কুমিল্লার লাকসাম উপজেলার ৮নং লাকসাম পূর্ব ইউনিয়ন মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শুক্রবার বিকেলে নরপাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮নং লাকসাম পূর্ব ইউনিয়ন বিএনপি সভাপতি মৌলভী আলহাজ্ব ইব্রাহিম খলিল। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন সাধারণ সম্পাদক আতিকুর রহমান। সহ-সভাপতি ফরহাদ রেজার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন উপদেষ্টা আহসান উল্লাহ, ৮নং লাকসাম পূর্ব ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মাস্টার আবু ইউসুফ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন খান,সহ-সাংগঠনিক সম্পাদক মাস্টার জহিরুল আলম,যুবদল আহবায়ক এমরান হোসেন, স্বেচ্ছাসেবক দল আহবায়ক খোরশেদ আলম খান, আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন সহ-সাধারণ সম্পাদক মহি উদ্দিন মজুমদার, আলী হোসেন,ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক সাকিব আল হাসান,উপদেষ্টা হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন উপদেষ্টা মামুন ম্যাক্স,আহসান উল্লাহ মজুমদার, জসিম উদ্দিন, মহি উদ্দিন মুরাদ,আবু তাহের পাটোয়ারী, তোফাজ্জল হোসেন, কামাল হোসেন, উপজেলা যুবদল সদস্য কাদের মোল্লা,শ্রমিকদল আহবায়ক আমির হোসেন, মিশু,রফিক মোল্লা প্রমূখ। আলোচনা সভা শেষে মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন অফিস উদ্বোধন করেন অতিথি বৃন্দ। উদ্বোধন শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়।মুনাজাত পরিচালনা করেন মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন ধর্ম উপদেষ্টা মাওলানা আব্দুল মালেক। SHARES প্রচ্ছদ বিষয়: