জাফর আহমেদ:
ঢাকা থেকে কক্সবাজারগামী বিরতিহীন আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটন এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে লাকসামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে স্টুডেন্ট কমিউনিটি লাকসাম রেলওয়ে জংশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভূট্টো, সামাজিক ব্যক্তিত্ব দেওয়ান মাহবুব-ই সোহবানী খোকন, সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী, ফারুক আল শারাহ, নুরুল আলম, স্টুডেন্ট সমন্বয়ক ফাহিম হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, লাকসাম রেলওয়ে জংশন দেশের অতীব গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন। এ স্টেশনের উপর দিয়ে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ চলাচল করে। লাকসাম রেলওয়ে জংশনের গুরুত্ব বিবেচনায় এখানে ঢাকা-কক্সবাজার ট্রেনের যাত্রাবিরতি সময়ের অপরিহার্য দাবি। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে রেলওয়ে বিভাগের উপদেষ্টা, রেলওয়ের মহাপরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে রেললাইনের উপর অনশনসহ কঠোর কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়।