যথাযোগ্য মর্যাদায় মুরাদনগরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪ সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে একটি আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, জামায়াত ইসলামীর সাবেক আমির মনসুর মিয়া, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান , বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের ছাত্রী ফাতেমা আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই, ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর জাহিদুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শাহ মোজাম্মেল হোসেন, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা ইয়াকুব হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ। আলোচনা সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরন করেন। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম সাদেকুর রহমান। SHARES প্রচ্ছদ বিষয়: