সফিকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মুরাদনগর উপজেলা শাখার ৩১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বড়ইয়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেনকে সভাপতি ও পাজিরপাড় প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন মীরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ১২ সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি মুরাদনগর উপজেলা শাখার কমিটি অনুমোদন প্রদান করেন।
কমিটিতে কাজী মো. বশিরকে সিনিয়র সহসভাপতি এবং মো. ওবায়েদ উল্লাহ সরকার, মো. শাহজাহান ভূইয়া, মো. আকবর হোসেন, মোহাম্মদ মামুন মিয়া, মো. মাঈন উদ্দিন, ছালেহা লাভলী, হাফেজা বেগম, শামছুন নাহার বেগমকে সহ-সভাপতি করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক আবদুল কাদির কমল ও মোসা. পিয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাছান, সহ-সাংগঠনিক মোহাম্মদ আবদুল হক, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ময়নাল হোসেন, তথ্য, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আবু নাঈম ভূইয়া, কাব বিষয়ক সম্পাদক এস এম মাসুদুর রহমান, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জোবাইর হোসেন, সমবায় বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক, মহিলা বিষয়ক সম্পাদক মীর হাছিনা নাজমীন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোসা. মমতাজ বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবদুর রহমান ভূইয়া।
এছাড়াও কমিটিতে কো-অপ্ট সদস্য পদে রয়েছেন মো. আবু বায়েছ ভূইয়া, নেছার উদ্দিন, মো. কামরুল ইসলাম, রাশিদা আক্তার, মোসা. শাহনাজ বেগম।
সাাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও কুমিল্লা-৩ মুরাদনগর হতে পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ¦ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ নবগঠিত এই কমিটিকে স্বাগত জানান।