মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ব্যাক্তিকে জরিমানা দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪ সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ফুটপাত ও অবৈধ দখল এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে চার ব্যাক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুর রহমান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা ও যান চলাচলের বিঘ্ন ঘটানোর কারনে চার ব্যাক্তিকে ৬ হাজার ১শত টাকা জরিমানা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে প্রাথমিকভাবে সতর্ক করেন। অপরদিকে রাতের আধাঁরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় একইদিন রাতে যাত্রাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বিলে অভিযান চালিয়ে ১টি ড্রেজার মেশিন ও ২ হাজার ফুট পাইপ অপসারন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী এ অভিযান চালায়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি সবাইকে নিয়ম কানুন মেনে চলার আহবান জানান। SHARES প্রচ্ছদ বিষয়: