সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে ভোক্তা অধিকার ও উপজেলা আইন শৃংখলা বিষয়ক সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাহাপুর ইউপি চেয়ারম্যান প্রকৌশলী সৈয়দ শওকত, দারোরা ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার, পূর্ব ধৈইর পূর্ব ইউপি চেয়ারম্যান শুকলাল দেবনাথ, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সিরাজুল ইসলাম মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সফিউল আলম তালুকদার, উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর মো: জাহিদুর রহমান, মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ প্রমুখ।
উপজেলা নর্বাহী অফিসার মো. আবদুর রহমান ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলেন। উভয় থানায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আইন শৃংখলা বাহিনীকে তৎপর থাকার আহবান জানান।