সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা জেলা মুরাদনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ আবদুর রহমান। ১৭ নভেম্বর বিদায়ী ইউএনও মোঃ সিফাত উদ্দিনের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন নবাগত ইউএনও মোঃ আবদুর রহমান।
জানা যায়, আবদুর রহমান এর আগে সহকারী কমিশনার ভূমি হিসেবে কুমিল্লা সদরে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান ৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তা। তাঁর নিজ জেলা নোয়াখালী।
সরকারি নির্দেশনা মোতাবেক মুরাদনগর উপজেলা বাসীর উন্নয়ন ও সম্মৃদ্ধি করার প্রত্যয়ে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করছেন ইউএনও মোঃ আবদুর রহমান।