মুরাদনগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে দোকানদারকে জরিমানা দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪ সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার আপরাধের এক মিষ্টির দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান উপজেলা সদর বাজার মনিটরিং করেন। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশ মিষ্টি তৈরি করার আপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিসমিল্লাহ মিষ্টি ভান্ডারের মালিককে তিন হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান বলেন, বাজার মনিটরিং করার সময় অস্বাস্হ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে এক মিষ্টি দোকান মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান বলেন, বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো অনিয়ম বা অপরাধ দেখলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনি ব্যবস্হা গ্রহণ করা হবে বেলেও জানান তিনি। বাজার মনিটরিংকালে উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ উপস্থিত ছিলেন। SHARES প্রচ্ছদ বিষয়: