মরহুম নুরুল ইসলাম আব্দুল হক মাস্টার চেয়ারম্যানের মৃত্যুতে শোকসভা,স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত! দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪ {“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“square_fit”:1,”transform”:1,”adjust”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false} আক্কাস আল মাহমুদ হৃদয়: কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ কোদালিয়া গ্রামের কৃতিসন্তান মরহুম নুরুল ইসলাম আব্দুল হক মাস্টার এর মৃত্যুতে শোকসভা,স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২৫ অক্টোবর ২০২৪) বিকেলে কোদালিয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠনের উদ্যোগে কোদালিয়া ইকরা আদর্শ শিশু নিকেতন মাঠে উক্ত শোকসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংকের এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আব্দুর রহিম ও সোহেল রানা,সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য ও স্মৃতিচারণ করেন রমিজ উদ্দিন মেম্বার, মাওলানা মীর হোসাইন,মাওলানা জাহিদ উল্লাহ,উপাধ্যক্ষ জামাল হোসেন অধ্যক্ষ পিজিউল আলম, জামশেদুল আলম (সাবেক চেয়ারম্যান),জসিম উদ্দিন মাস্টার, প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম প্রধান শিক্ষক, হাবিবুর রহমান বাবুল মাস্টার, আবদুল্লাহিল সাকী সবুজ, ফজলুল হক সাবেক মেম্বার,প্রভাষক মাহবুব আলম,ফখরুল আলম,সোলায়মান,দুলাল হোসেন মাস্টার। কোদালিয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন এর সদস্যদের মধ্যে স্মৃতিচারণ করেন আবু মেহেদী, গোলাম জিলানী জীবন, নাসির উদ্দিন, হাবিব শ্রাবন,মেহেদী হাসান, শাহআলম,নুরুজ্জামান, সায়েম, শামীম, মনির,সাবিদ, নিশাত, তুষার, রায়হান, অমি সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, শিক্ষক সমাজ,যুবসমাজ,ইউপি সদস্যবৃন্দ,বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও মরহুমের পরিবারবর্গ। শোকসভায় স্মৃতিচারণে বক্তারা বলেন,নূরুল ইসলাম চেয়ারম্যান ছিলেন সমাজের সর্বজনের গ্রহণ যোগ্য একজন আদর্শ ব্যক্তি।তিনি শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে গেছেন। উনার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে আজ অনেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সমাজের সকল মানুষ নুুরুল ইসলাম স্যারকে চিরদিন মনে রাখবে।সর্বেশেষ তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন স্থানীয় মসজিদের ইমাম মনিরুল ইসলাম হোসেনপুরী। SHARES প্রচ্ছদ বিষয়: