মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা সদরে পল্লীবিদ্যুৎ অফিসের উপরে ৪তলা মাদ্রাসার অডিটোরিয়ামে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মোঃ হাবিবুর রহমান সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন,ইসলামি আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলার কার্যনির্বাহী সদস্য ডা: আল হেলাল মাহমুদ। হাফেজ মাওলানা মো হুসাইন আহমেদ,হাটিরপাড় নূরে মদিনা মসজিদের খতিব মাওলানা জালাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মো মাহদি হাসান মামুন, মোঃসিহাব উদ্দিন, অভিভাবক সদস্য মাওলানা মোঃ মোবারক,হাবিবুর রহমান হিরন, মরিয়ম আক্তার প্রমূখ।
অনুষ্ঠান শেষে বার্ষিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্র ছাত্রীদের মাঝে সম্মাননা স্মারক প্রধান করা হয়।