মো হাছান, মনোহরগঞ্জ (:কুমিল্লা):
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ইউনিসেফের থেকে আগত গর্ববতী ৩৫০জন মহিলাদের মাঝে বন্যার পূর্ববর্তীতে উপজেলার এগারোটি ইউনিয়নে হাইজিন কিট বিতরণ করা হয়েছে। গত (১৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে।
অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ফেরদৌস আলম মজুমদার বলেন, মনোহরগঞ্জ উপজেলা বন্যাদুর্গত এলাকায় হাইজিন সেবা নিশ্চিত করতে ইউনিসেফ জরুরি স্বাস্থ্য উপকরণ হাইজিন কিট মানুষের দোরগড়ে পৌঁছে দিচ্ছে। ভয়াবহ এ বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবারের জরুরি প্রয়োজনে ইউনিসেফ নিরলসভাবে কাজ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্রদে,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, ফেরদৌস আলম মজুমদার, সাব-ইন্সপেক্টর মো মাকসুদ , যুবদল নেতা মোজাম্মেল হোসেন, জানে আলম,সাংবাদিক আবদুল বাকী মিলন,মো সোহাগ,মো হাছান সহ বিভিন্ন সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।