মো হাছান মনোহরগঞ্জ(কুমিল্লা) :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজালুর রহমানের বদলী আদেশ স্থগিত ও পূর্ণবহালের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা—কর্মচারি ও শিক্ষার্থীরা। (১৯ নভেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা তার বদলী আদেশ স্থগিত ও পূর্ণবহালের দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা. শ্রীকান্ত দেবনাথ, ডা. শাহরিয়ার, গাইনী কনসালটেন্ট ডা. জেবুন্নাহার লাভলী, এস এম ফারুক, মেহেদী হাসান, নুর মোহাম্মদ শাহীন, উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো শরিফুল ইসলাম, নাছির উদ্দিন, ফিরোজ আহমদ,মো রায়হান পারভেজ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো শামীম হোসেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাির্সং ইনচার্জর্ দুর্গা রানী মজুমদার, নার্স শরিফা খাতুন, রিতা সিংহ,সালমা কালাম, বিশাখা রায় । পরিসংখ্যানবিদ মজিবুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্যকর্মী মো নাসির মজুমদারসহ বিভিন্ন সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।