মনোহরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরনে স্মরণ সভা দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪ filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37; মো. হাছান, মনোহরগঞ্জ (কুমিল্লা): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরনে এক স্মরণ সভা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় নিহতদের স্মরণে স্মৃতিচারণ ও আহতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাসরিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফজালুর রহমান, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ০৪ মনোহরগঞ্জ জোনাল অফিসের এজিএম শাহেদুজ্জামান চৌধুরী, ছাত্র প্রতিনিধি আরিফুর রহমান, নাঈমুর রহমান, ইয়াসিন আরাফাত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার। SHARES প্রচ্ছদ বিষয়: