মনোহরগঞ্জে বাজার কমিটি নিয়ে বাজার পরিদর্শন করেন উপজেলা প্রশাসন

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪

মো হাছান মনোহরগঞ্জ( কুমিল্লা) :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরে মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটিকে নিয়ে বাজার পরিদর্শন করেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর) সকালে উপজেলা সদরে মনোহরগঞ্জ দৈনিক বাজার, গরু ছাগলের হাট, পানি নিষ্কাশনের জন্য ড্রেনসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে নব—নির্বাচিত ব্যবসায়ী বাজার কমিটি নেতৃবৃন্দ প্রশাসনের সহযোগিতা চান।

নব—নির্বাচিত বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাসুদুল আলম বাচ্চু জানান, গত ১৬ বছরে উপজেলা সদর মনোহরগঞ্জ বাজারে চোখে পড়ার মত তেমন কোন উন্নয়ন হয়নি। আমি দায়িত্ব পাওয়ার পর বাজারের সকল ব্যবসায়ীদের যোগাযোগ করেছি। বাজারের সমস্যাগুলো প্রশাসনের আলোচনা করে অতি শীঘ্রই নিরশনে কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাছরিন, উপজেলা প্রকৌশলী অফিসার মো শাহ আলম, কুমিল্লা (দঃ) জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ও মনোহরগঞ্জ বাজার কমিটির সভাপতি মাসুদুল আলম বাচ্ছু, বাজার কমিটির সিনিয়র সহ—সভাপতি আবুল বাশার, সহ—সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক মাওঃ আবদুল হাই, মৈশাতুয়া ইউনিয়ন উপ—সহকারি ভূমি কর্মকর্তা জালাল আহম্মদ, সদস্য আনোয়ার হোসেন, যুবদল নেতা মোঃ ইউনুস, চাঁন মিয়া, হাসান পাটোয়ারীসহ প্রমূখ।