মনোহরগঞ্জে কৃষক প্রশিক্ষণ ও হাইব্রিড বীজ বিতরন

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪

মো হাছান মনোহরগঞ্জ (কুমিল্লা):
কুমিল্লার মনোহরগঞ্জে আধুনিক ধান ও বীজ উৎপাদন কলাকৌশল এর উপর দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ ও হাইব্রিড বীজ বিতরণ সভা বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায় এ প্রশিক্ষণ ও বিতরণ সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা কৃষি অফিসার মো: মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম।
এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,বংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, বংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ, একে এম সালাহউদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা বিজয়া সাহা প্রমুখ।