ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
ব্রাহ্মণপাড়া সামাজিক সংগঠন বন্ধন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শুক্রবার (২২ নভেম্বর) সকালে সাহেবাবাদ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহেবাবাদ ডিগ্রী কলেজ মাদ্রাসার খতিব মাওলানা কামরুল হাসান ভূইয়া,অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধন এর সদস্য আজিজুল রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স,ম,আজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহ-শিক্ষা অফিসার মাসুদ ইবনে হোসাইন, অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া বন্ধন সোসাইটি চেইঞ্জার এর প্রতিষ্ঠাতা ও যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু।
জানা গেছে বন্ধন সোসাইটি চেইঞ্জার একটি সামাজিক সংগঠন এর উদ্যোগে সাহেবাবাদ ইউনিয়নের ১৫ টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, কেস্ট, ও সনদপত্র বিতরণ করা হয়েছে।