বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে ষাঁড় ও গাভীর সুষম খাদ্য বিতরণ

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪

বুড়িচং প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুড়িয়া এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ ইউনিয়নের ২৫০ পরিবারের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের উদ্যোগে ষাঁড় ও গাভীর সুষম খাদ্য বিতরণ করা হয়েছে। এসমস্ত গোখাদ্য বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সমূহ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
সার্বিক তত্বাবধানে এবং বয়বস্থাপনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোঃ আতিকুর রহমান।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. আবু রায়হান, উপজেলা উপসহকারী প্রাণী কর্মকর্তা জয়নাল আবেদীন, মোঃ জাশেদ আলম, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী ফয়সাল আহাম্মাদ। এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।