বুড়িচংয়ে নুরুল ইসলাম আবদুল হক মাস্টার চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশন-বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪ {“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false} মারুফ হোসেন: কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নে ‘মোঃ নুরুল ইসলাম (আবদুল হক) মাস্টার চেয়ারম্যান ফাউন্ডেশন’ বৃত্তি পরীক্ষা ২০২৪ শ্রীমন্তপুর এম. এ সাত্তার উচ্চ বিদ্যালয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪) অনুষ্ঠিত হয়েছে । এতে ২৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন এর শিক্ষার্থী অংশ গ্রহণ করে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৮৪ জন, পরীক্ষার্থী উপস্থিত ছিল ৪৪০ জন অনুপস্থিত ৪৪ জন। মরহুম নুরুল ইসলাম (আবদুল হক)মাস্টার সাহেবের বড় ছেলে উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সুলায়মান এর উপস্থিতিতে ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর অধ্যক্ষ কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম, ২ নং বাকশীমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আবদুল করিম, এস.ই. ভি.পি ন্যাশনাল ব্যাংক লিঃ মোঃ আবদুর রহিম-উপাধ্যক্ষ কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ,মোঃ জামাল হোসেন, অধ্যক্ষ ফকির বাজার কলেজ -পিজিউল আলম,ডি জি এম জনতা ব্যাংক -সারোয়ার আলম,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী-জয়নাল হোসেন শামীম, অধ্যাপক মো:সাদেকুর রহমান প্রোপাইটর এস আর এন্টারপ্রাইজ ঢাকা, প্রভাষক হিসাব বিজ্ঞান রিলায়েন্স বহুমুখী কলেজ মোঃ সাজেদুজ্জামান সোহাগ, প্রভাষক অর্থনীতি বিভাগ কালিকাপুর আ: মতিন খসরু সরকারি কলেজ- মাহবুব আলম, প্রধান শিক্ষক শ্রীমন্তপুর এম.এ ছাত্তার উচ্চ বিদ্যালয় মোঃ মোসলেম,মোঃ রমিজ উদ্দিন মেম্বার, লাইব্রেরিয়ান কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ -মোঃ দুলাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবী ও ব্যবসায়ী মোঃ ফখরুল ইসলাম ( নুরুল আমিন) পরিচালনায়- প্রধান শিক্ষক বাকশীমুল সর: প্রাথমিক বিদ্যালয় মোঃ ইউনুস স্বপন,প্রধান শিক্ষক জামশেদুল আলম,প্রধান শিক্ষক লায়লানূর,সহকারী শিক্ষক মশিউর রহমান, প্রধান শিক্ষক ফারুক হোসাইন। সার্বিক সহযোগিতায় যারা আছেন- শরীফুল ইসলাম মাস্টার শামসুজ্জামান সায়েম,গোলাম জিলানী জীবন,জানে আলম, নুরুজ্জামান, সোহেল রানা,মেহেদী হাসান,শামীম, নাজমুল হাসান, কাউসার আলম। উল্লেখ্য যে মোঃ নুরুল ইসলাম (আবদুল হক) চেয়ারম্যান ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয় ২০১২ সালে। সুনামের সাথে ১৩ বছর অতিক্রম করেছে এই অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠানটি। ১৩ ডিসেম্বর সকাল ৯:৩০ টায় পরীক্ষা শুরু হয়ে বেলা ১২ টায় সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সমাপ্তি হয়।এতে কমিটির লোকজন,শিক্ষক, অভিভাবক সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। SHARES প্রচ্ছদ বিষয়: