বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় নিহ’তের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪ {“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1,”adjust”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false} আক্কাস আল মাহমুদ হৃদয়: কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারী চালিত অটোরিকশার নিহতদের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের বাকশীমুল গ্রামে নিহত প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করা হয়। কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ উপস্থিত থেকে নিহত সাত পরিবারের সদস্যদের মাঝে ২০ হাজার টাকা করে এক লাখ ৪০ হাজার টাকা বিতরণ করেন। এ সময় বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বাকশীমূল ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল করিম উপস্থিত ছিলেন। পরে কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত গেট নির্মাণের আশ্বাস প্রদান করেন। SHARES প্রচ্ছদ বিষয়: