বিজয় দিবস উপলক্ষে মনোহরগঞ্জ আশার ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.3727774, 0.6497083);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশার চিকিৎসা সেবা স্বাস্থ্যকেন্দ্রে দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প করেছে আশা। ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ উপজেলা সদরে আশা মনোহরগঞ্জ সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান করা হয়েছে। পাশাপাশি, ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং ৫—১৬ বছর বয়সী কিশোর—কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়। আশা করপোরেট সোস্যাল রেসপনসেবিলিটি (ঈঝজ) কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্ধৃত তহবিল থেকে যোগান দেয়া হয়।
মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, রিসেপশনিস্ট কাম কম্পিউটার অপারেটর শাহাব উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশার মেডিকেল অফিসার ডাঃ ইব্রাহীম ইবনুল আবিদ, মনোহরগঞ্জ অঞ্চল আরএম মোঃ ফজলুল হক, ক্লিনিক্যাল ফিজিও থেরাপিস্ট মোঃ আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, আশার মেডিকেল এ্যাসিস্টান্ট এসিস্ট্যান্ট মোঃ ফয়সাল আহম্মেদ, সিনিয়র স্যাটেলাইট প্যারামেডিজ মোছাঃ সেনা আফরোজ, ল্যাব টেকনোলজিস্ট সুশান্ত চাকমা, কাউন্সিলর বৈশাখী বিশ্বাস ও আশার অনান্য স্বাস্থ্য কর্মীসহ আরো অনেকে।